Nav

Showing posts with label রাতের গ্রামিন জিবন। পর্ব - ১. Show all posts
Showing posts with label রাতের গ্রামিন জিবন। পর্ব - ১. Show all posts

Thursday, November 29, 2018

ছবি ব্লগ, রাতের গ্রামীন জীবন। পর্ব - ১

আসসালামু আলাইকুম,
আশাকরি সবাই ভালো আছেন। আজকে ছবি ব্লগটি মুলত শহুরে মানুষদের জন্য। যেসব মানুষের শহরে জন্ম বা জিবিকার তাগিদে শহরে থাকা হয়, সেই সব মানুষদের জন্য গ্রাম থেকে তোলা রাতের কিছু ছবি শেয়ার করছি। আশাকরি রাতের সৌন্দর্য কিছুটা হলেও উপভোগ করতে পারবেন।

hasan21bd.blogspot.com
মহিষ
মহিষ নামক এই পশুটি গ্রামে তেমন একটা দেখা যায় না। মহিষ পালন করা অনেক ব্যয়বহুল, খাদ্য সংকটের কারণে অনেকেই এখন মহিষ পালন করেন না।
hasan21bd.blogspot.com
পেঁচা

জানিনা এটি হুতুম পেঁচা নাকি লক্ষি পেঁচা। হঠাৎ চোখে পড়ায় ক্যামেরা বন্দি করে ফেললাম।


hasan21bd.blogspot.com
গেছো ব্যাঙ্গ

এটি বিরল প্রজাতির ব্যাঙ্গ। এগুলোকে গেছো ব্যাঙ্গ বলা হয়, সচরাচর তেমন একটা দেখা যায় না।  এগুলো গাছেই থাকে, এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে চলাফেরা করে।
hasan21bd.blogspot.com
ফ্লাশ লাইটের আলোয় ঘুম হারাম করে দিলাম। নিজেকে হারামি মনে হচ্ছে

ছবিটি তোলার মুল কারণ বিড়াল এর পিছনের ঘরটি মাটির তৈরি। বর্তমান এই ডিজিটাল যুগে মাটির ঘর তেমন দেখাই যায় না। এই ঘরে বিদুৎ বা সৌর বিদুৎ এর ব্যবস্থা নেই, রাতে আলোর জন্য কেরোসিনের বাতিই একমাত্র অবলম্বন। ঘরটি সরাসরি দেখলে আপনার জসিম উদ্দিনের আসমানি কবিতার কথা মনে পড়বে।

hasan21bd.blogspot.com
ব্যচেলর লাইফের রান্না বান্না

রাতে বাজার থেকে বাড়ি ফিরে পুকুর থেকে শিং মাছ ধরে রান্না হচ্ছে। আমি ছবি তোলায় ব্যস্ত,  Nice cooking...

হয়ত ছবিগুলো তেমন ভালো হয়নি, তবে ফটোগ্রাফি করার ইচ্ছে থেকেই ছবিগুলো তোলা । যখনই সুযোগ পাই বিভিন্ন ছবি ক্যমেরা বন্দি করার চেস্টা করি। ছবিগুলো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।