Nav

Tuesday, November 27, 2018

এবার নিজেই করুন খরগোশ এর পেট খারাপের যে চিকিৎসা ।

আসসালামু আলাইকুম, আশাকরি সবাই ভালো আছেন।
আপনার খরগোশ এর হঠাৎ পেটখারাপ হলে প্রথমেই খুজে বের করুন কোন খাবার এর জন্য দ্বায়ি। পরবর্তিতে সেই খবার খেতে দিবেন না, সম্বব হলে অতিরিক্ত কিছু পাতলা পায়খানার ওষুধ সংগ্রহে রাখুন।নিচ থেকে দেখে নিন পেট খারাপ এর কোন চিকিৎসা পদ্বতি খরগোশের জন্য ভালো হবে।


hasan21bd.blogspot.com

১= Emotil 2 mg
২= FalaZil-100

 ১= প্রথমে একটি Emotil ক্যপসুল কেটে ভিতর থেকে সব গুড়া বের করে ২ ভাগ করে, এক ভাগ ৩ সিসি পরিমান পানির সাথে মিশিয়ে খাইয়ে দিন। এভাবে ৫ ঘন্টা পর পর ৩-৪ বার খাওয়ালে আশাকরি সুস্থ হয়ে যাবে। এর পরেও সুস্থ না হলে আরো কয়েকবার খাইয়ে দিন।
hasan21bd.blogspot.com
 ২= Falazil একটি ট্যবলেট ভালো ভাবে গুরো করে ৩ ভাগ করে, একেকটি অংশ ৫ সিসি পরিমান পানির সাথে মিশিয়ে খাইয়ে দিন। এভাবে খরগোশকে ৮ ঘন্টা পর পর ২-৩ বার খাওয়াবেন। ক্যাপসুল গুড়াগুলো ৩ ভাগ করার পর বাকি অংশ গুলো কাগজে মুড়িয়ে ভালোভাবে সংরক্ষন করুন।

আমার মতে প্রথম পদ্বতি অনুযায়ি চিকিৎসা করুন। কারণ ইমোটিল একটি ক্যাপসুল আপনাকে এটি গুড়া করতে হবে না। শুধু মাত্র ক্যাপসুল কেটে পানির সাথে গুলিয়ে খাইয়ে দিন। প্রথম পদ্বতিতে রোগ না সারলে ২য় পদ্বতি গ্রহন করুন, এই পোস্টটি সম্পর্কে  আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।

আরও পড়ুন - - - - - >

খরগোশ সাদা প্রসাব করে যে কারনে।