Nav

Showing posts with label শৈশবের দিন. Show all posts
Showing posts with label শৈশবের দিন. Show all posts

Sunday, March 24, 2019

বিভিন্ন সময়ের পুরস্কার প্রাপ্ত কিছু ছবি যা দেখলে আপনি ও আর্শ্চয হবেন।

বিভিন্ন সময়ের কিছু পুরস্কার প্রাপ্ত ছবি যা দেখলে আপনি ও আর্শ্চয হবেন।

আসসালামু আলাইকুম, আশাকরি সবাই ভালো আছেন। আজকের ব্লগটি হবে ছবি ব্লগ। বিভিন্ন সময়ে সংগ্রীহিত কিছু মজার মজার ছবি দিয়ে সাজানো হয়েছে। আশাকরি আপনাদের ভালো লাগবে, তো ছবি গুলো এক নজরে দেখে নিন।

ছোট বাচ্চারাও কত আধুনিক
.১ = প্রথম ছবিতে দেখা যাচ্ছে গ্রামের একটি ছেলের ছবি তোলার সময় তার র্স্মাটনেস ফুটে উঠেছে, প্রকৃত পক্ষে তার প্যান্টের চেইন ছেঁড়া।
২ = এই বালক এতটাই আধুনিক যে সে গোসল করার পর তার প্যন্ট ঘরে না পেয়ে গুগলে র্সাচ দিয়ে খুজে বের করার চেস্টা করছে, একেই বলে বুঝ বালক।

শৈশবের সেই মধুর দিন গুলো

৩ = হয়তো আমাদের স্মৃতিতে ও এই রকম অনেক দিন রয়েছে, সেই দিন গুলোতে আমরা কতই না দুরন্ত ছিলাম।সারাটা দিন মাঠে মাঠে ঘুরে বেড়ানো, পুকুরে কাদা ছোরা ছুরি।

টিউবলের হ্যান্ডেল
৪ = টিউবয়েলের হ্যান্ডেল চুরি হওয়া রোধ করার জন্য গ্রামবাসি এখন কাঠের হাতল ব্যবহার করছেন।

বড় জাতের মুলা ও লাউ
৫ = আধুনিক যুগের কৃষি বিজ্ঞানিরা উন্নত কিছু লাউ ও মুলার জাত আবিস্কার করেছেন যা আধুনিক যুগের আর্শিবাদ বলা যায়।

আধুনিক যুগের সাইকেল এবং পুরাতন মটর সাইকেল

৬ = আধুনিক এই যুগে উপরের ছবিগুলোকে আপনার মনে হতে পারে এগুলো ফটোশপের কারুকাজ, প্রকিত পক্ষে এগুলো হাতের তৈরি। আপনার কাছে কোনটা বেশি আধুনিক মনে হয়।


সিঙ্গারা জখন বিপদের কারণ


৭ = আমরা প্রায়ই ক্ষুধা পেলে সিঙ্গারা খাই, সেটা হতে পারে কোনো হোটেল বা অনুঠানে। তবে উপরের ছবির মতো অবস্থা আপনার ক্ষেত্রে ও হবেনা এমনটা বলা যায় না। তাই সর্তক থাকবেন, আল্লাহ আমাদের সকল বিপদ থেকে রক্ষা করুন আমিন।

পানির পাত্রের কি স্টাইল
৮ = ছবিটি দেখে কে কি ভাবছেন জানিনা, তবে আপনি বিশ্বাস করুন আর নাই করুন এটি কিন্তু পানির পাত্র।


হাসিতে বিশ্ব জয়

৯ = সুন্দর একটি হাসি মানুষের ব্যাক্তিতকে অনেকটা ফুটিয়ে তোলে । যেমন, অট্ট হাসি, মুচকি হাসি, ভুবন ভূলানো হাসি। তবে উপরের হাসিটা কোন ক্যাটাগরির আমি ঠিক বুঝতে পারছি না, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। 

আশাকরি উপরের ছবিগুলো আপনাদের ভালো লেগেছে, কমেন্ট করে জানাবেন কিন্তু।