Nav

Showing posts with label মাছের বিভিন্ন রোগ এবং চেনার উপায়. Show all posts
Showing posts with label মাছের বিভিন্ন রোগ এবং চেনার উপায়. Show all posts

Tuesday, November 27, 2018

মাছের বিভিন্ন রোগ এবং চেনার উপায়।

মাছ যেসব কারণে রোগ্রাক্রান্ত হয়ে থাকে এবং রোগাক্রান্ত মাছ চেনার উপায় সমুহ দেখে নিন।
hasan21bd.blogspot.com
মাছের বিভিন্ন রোগের কারণ ও রোগ চেনার উপায়
মাছ যেসব কারণে রোগাক্রান্ত হয়ে থাকে।

১ = পুস্টি হিনতা।
ক = প্রাকৃতিক খাদ্যের অভাবে।
খ = সম্পুরক খাদ্যের অভাবে।
গ = সুষম খাদ্যের অভাবে।

২ = বিভিন্ন রোগের সংক্রমনে।
৩ = পরিবেশ দুষণ এবং
৪ = ব্যবস্থাপনা ত্রুটির কারণে।

মাছের সংক্রমনঃ
মাছের সংমন বা সংক্রামক রোগ বলতে বুঝায় একটি রোগাক্রান্ত মাছ থেকে অন্য একটি সুস্থ মাছ বিভিন্ন ভাবে রোগাক্রান্ত হওয়াকে। যেসব কারণে মাছ সংক্রমিত হয়ে থাকে...

১ = বিভিন্ন অনুজীব এর কারণে।
২ = ব্যাকটেরিয়া, ছত্রাক ও ভাইরাসের আক্রমনে।
৩ = বিভিন্ন পরজীবির আক্রমনে।
৪ = উকুন ও কৃমির কারণে।  

ব্যবস্থাপনা ত্রুটির কারণেঃ
১ = ত্রটিপুর্ন  পরিবহন ব্যবস্থা।
২ = আঘাত প্রাপ্ত মাছের পোনা।
৩ = অধিক মজুদ ঘনত্ব।
৪ = অপ্রসতুত পুকুরে মাছ চাষ করলে।

পরিবেশ দূষণঃ
১ = পুকুরে অক্সিজেনের ঘাটতি।
২ = পানিতে PH এর ঘাটতি।
৩ = পুকুরের তলদেশে বিষাক্ত গ্যাস।
৪ = জৈব জ্বালানি।

রোগাক্রান্ত মাছ চেনার উপায় কি...?

১ = মাছের খাদ্য গ্রহন কমে যাবে।
২ = গায়ে ক্ষত বা রক্তখরন দেখা দিবে।
৩ = মাছের গায়ে তুলার মত ছত্রাক দেখা দিবে।
৪ = মাছের গায়ে সাদা সাদা দাগ দেখা দিবে।
৫ = ফুলকায় সাদা বা কালো দাগ দেখা দিবে।
৬ = মাছের দৈহিক বৃদ্বির হার কমে যাবে।
৭ = পাখনা লেজ ও ফুলকায় পচন দেখা দিবে।
৮ = দেহের ভারসম্য নস্ট হয়ে যাবে।
৯ = পেট ফুলে যাবে।
১০ = মাছ পানিতে ভেসে থেকে সাতার কাটবে।

দেখুন সঠিক ভাবে পুকুরে মাছ চাষ করলে ৩ মাসে মাছের সাইজ কত বড় হয়।


hasan21bd.blogspot.com
৩ মাসে মাছের সাইজ কত বড় হয়েছে