Nav

Saturday, October 24, 2015

কম্পিউটার বার বার রিস্টার্ট এর কারণ ও তার সমাধান


গুরুত্বপুর্ন কোন কাজ করার সময় হঠাৎ কম্পিউটার রিস্টার্ট নিলে তখন ভোগান্তির আর শেষ থাকেনা। তাই যেসব কারনে কম্পিউটার রিস্টার্ট হয় সেসব করন খুজে বের করে সমাধান করলে এসব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে জেনে নিন কম্পিউটার রিস্টাটের কারন সমুহ ও তার সমাধান।





১) কম্পিউটারে ভাইরাস আক্রমন করলে হাঠৎ রিস্টার্ট হতে পারে।
২) প্রসেসর অতিরিক্ত গরম হলে রিস্টার্ট হতে পারে।
৩) কম্পিউটারে র‌্যাম ঠিকমত বসানো না হলে বা মাদার বোর্ড র‌্যাম সাপোর্ট না করলে রিস্টার্ট হতে পারে।
৪) হার্ডডিস্কে ব্যাড সেক্টর পড়লে এবং সেই স্থান থেকে ডাটা রিড করার চেস্টা করলে কম্পিউটার রিস্টার্ট হতে পারে।
৫) হার্ডডিস্ক অতিরিক্ত গরম হলে কম্পিউটার রিস্টার্ট হতে পারে।
৬) পিসি কনফিগারেশন এর সাথে সফটয়্যার বা গেমস্ এর সমন্ব না হলে কম্পিউটার রিস্টার্ট হতে পারে।
৭) অপারেটিং সিস্টেম ক্রাশ করলে কম্পিউটার রিস্টার্ট হতে পারে।
৮) বিভিন্ন হার্ডওয়্যার মাদার বোর্ডে ঠিকমত কানেক্ট না থাকলে বা লুজ কানেকশনের কারনে।
৯) র‌্যাম এ অতিরিক্ত চাপ পড়লে কম্পিউটার রিস্টার্ট হতে পারে।
১০) বায়োস সেটিংস্ এ সমস্যা ও বিদুৎ ভোল্টেজ এর  ওঠা নামার কারনে।
১১) CPU এর যন্ত্রাশেং অতিরিক্ত ধুলো বালি পড়ে কম্পিউটার রিস্টার্ট হতে পারে।

সমাধান

প্রথমত ভালো মানের আপডেটেড এন্টিভাইরাস ব্যবহার করা। কম্পিউটারের অভ্যান্তরিন আলো বাতাস যাতে বের হতে পারে সে ব্যবস্থা করা, প্রয়োজনে প্রচুর আলো বাতাস আছে এমন স্থানে সিপিউ রাখা। নিয়মিত হার্ডডিস্ক ডিফ্রাগমেন্ট করা। নিয়মিত কম্পিউটারের ধুলোবালি পরিস্কার করা, UPS ব্যবহার করা।