Nav

Thursday, November 29, 2018

সমন্বিত ভাবে হাঁসের সাথে মাছ চাষ করে যেভাবে লাভবান হবেন।

আসসালামু আলাইকুম।
হ্যালো ভিজিটর আশাকরি সবাই ভালো আছেন।আজকে মাছের সাথে কিভাবে হাঁস পালন অর্থাৎ সমন্বিত পদ্বতিতে কিভাবে মাছের সাথে হাঁস পালন করা যায় সেই বিষয়ে আলোচনা করব।

hasan21bd.blogspot.com
মান্দারিন  হাঁস
প্রথমেই জানুন সমন্বিত চাষ কী...?
লাভজনক হওয়ার জন্য যে পদ্বতিতে হাঁসের সাথে মাছ চাষ, পুকুড় পাড়ে শাক ও সবজি চাষ, এবং ধানক্ষেতে মাছ চাষ করাকে সমন্বিত চাষ বলে।

আমাদের দেশে অনেক বেকার যুবক যুবতি স্বাবলম্বি হওয়ার জন্য হাঁস পালন করে প্রাথমিক দিকে বিভিন্ন সমস্যার সম্মুখিন হয়ে পরবর্তিতে এই সেক্টর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এসব যুবক যুবতিরা প্রথম দিকে সমন্বিত পদ্বতিতে হাঁসের সাথে মাছ চাষ করলে উভয় ক্ষেত্রে লাভবান হতে পারবে।

সমন্বিত ভাবে হাঁসের সাথে মাছ চাষের সুবিধা সমুহঃ

১ = একটি হাঁস পুকুরে প্রতি মাসে ৩-৪ কেজি জৈবসার পুকুরে ছড়িয়ে দেয় যা মাছের খাদ্য হিসেবে ব্যবহিৃত হয়।

২ = হাঁস পুকুরে অবাঞ্চিত আগাছা খায় ফলে একদিকে যেমন হাঁসের খাবার চাহিদ পুরন হচ্ছে আবার মাছ চাষের জন্য আগাছা র্নিমুল করে পুকুরিআগাছা মুক্ত করছে।

৩ = শামুক, ব্যাংগাচি, পোকা-মাকড় খেয়ে নিজের খাদ্য চাহিদা মেটাচ্ছে তেমনি পুকুর থেকে এসব প্রাণি র্নিমুল হচ্ছে। এসব প্রাণি মাছের কোন কাজে আসে না, ফলে মাছ ও হাঁস এর উপকার হচ্ছে।

৪ = পুকুরে দৈনিক ৭-৮ ঘন্টা হাঁস সাতার কাটার কারণে অক্সিজেনের ঘাটতি মেটাচ্ছে।

৫ = হাঁসের সাথে মাছ চাষে উভয় ক্ষেত্রে খাদ্যের অপচয় কম হবে।