Nav

Tuesday, November 27, 2018

মাছের বিভিন্ন রোগ এবং চেনার উপায়।

মাছ যেসব কারণে রোগ্রাক্রান্ত হয়ে থাকে এবং রোগাক্রান্ত মাছ চেনার উপায় সমুহ দেখে নিন।
hasan21bd.blogspot.com
মাছের বিভিন্ন রোগের কারণ ও রোগ চেনার উপায়
মাছ যেসব কারণে রোগাক্রান্ত হয়ে থাকে।

১ = পুস্টি হিনতা।
ক = প্রাকৃতিক খাদ্যের অভাবে।
খ = সম্পুরক খাদ্যের অভাবে।
গ = সুষম খাদ্যের অভাবে।

২ = বিভিন্ন রোগের সংক্রমনে।
৩ = পরিবেশ দুষণ এবং
৪ = ব্যবস্থাপনা ত্রুটির কারণে।

মাছের সংক্রমনঃ
মাছের সংমন বা সংক্রামক রোগ বলতে বুঝায় একটি রোগাক্রান্ত মাছ থেকে অন্য একটি সুস্থ মাছ বিভিন্ন ভাবে রোগাক্রান্ত হওয়াকে। যেসব কারণে মাছ সংক্রমিত হয়ে থাকে...

১ = বিভিন্ন অনুজীব এর কারণে।
২ = ব্যাকটেরিয়া, ছত্রাক ও ভাইরাসের আক্রমনে।
৩ = বিভিন্ন পরজীবির আক্রমনে।
৪ = উকুন ও কৃমির কারণে।  

ব্যবস্থাপনা ত্রুটির কারণেঃ
১ = ত্রটিপুর্ন  পরিবহন ব্যবস্থা।
২ = আঘাত প্রাপ্ত মাছের পোনা।
৩ = অধিক মজুদ ঘনত্ব।
৪ = অপ্রসতুত পুকুরে মাছ চাষ করলে।

পরিবেশ দূষণঃ
১ = পুকুরে অক্সিজেনের ঘাটতি।
২ = পানিতে PH এর ঘাটতি।
৩ = পুকুরের তলদেশে বিষাক্ত গ্যাস।
৪ = জৈব জ্বালানি।

রোগাক্রান্ত মাছ চেনার উপায় কি...?

১ = মাছের খাদ্য গ্রহন কমে যাবে।
২ = গায়ে ক্ষত বা রক্তখরন দেখা দিবে।
৩ = মাছের গায়ে তুলার মত ছত্রাক দেখা দিবে।
৪ = মাছের গায়ে সাদা সাদা দাগ দেখা দিবে।
৫ = ফুলকায় সাদা বা কালো দাগ দেখা দিবে।
৬ = মাছের দৈহিক বৃদ্বির হার কমে যাবে।
৭ = পাখনা লেজ ও ফুলকায় পচন দেখা দিবে।
৮ = দেহের ভারসম্য নস্ট হয়ে যাবে।
৯ = পেট ফুলে যাবে।
১০ = মাছ পানিতে ভেসে থেকে সাতার কাটবে।

দেখুন সঠিক ভাবে পুকুরে মাছ চাষ করলে ৩ মাসে মাছের সাইজ কত বড় হয়।


hasan21bd.blogspot.com
৩ মাসে মাছের সাইজ কত বড় হয়েছে