Nav

Tuesday, December 15, 2015

যে কারনে ব্লগার ব্লগে Comment অপশনে Anonymous অপশন যোগ করা গুরুত্বপূর্ন।

ব্লগার ব্লগে ভিজিট করার সময় বিভিন্ন প্রয়োজনে কমেন্ট করার প্রয়োজন হয়। তবে কমেন্ট অপশনের জন্য Anonymous অপশনটি সব ব্লগে থাকে না। এটি ব্লগে যুক্ত থাকলে যে কোন ভিজিটর Anonymous অপশনটি সিলেক্ট করে কমেন্ট করতে পারে। এই অপশনটি না থাকলেও Wordpress বা Google মেইল এ লগিন থাকা ইউজাররা উক্ত অপশনটি সিলেক্ট করে কমেন্ট করতে পারে। তবে যে সব ইউজার Wordpress বা Google এ লগিন থাকেনা তাদের জন্য আমরা Anonymous অপশনটি যুক্ত করবো।




এবার আমরা যে ভাবে এই অপশনটি ব্লগার ব্লগে যুক্ত করবো। প্রথমে ব্লগে লগিন করে ড্যাসবোর্ড থেকে Setting অপশনে যান নিচের মত।

এর পর Post and comments অপশনে ক্লিক করে উপরে দেখুন Who can comment এর ডানে টি অপশন রয়েছে সেখান থেকে Anyone অপশন সিলেক্ট করুন।



 এর পর ডানে একদম উপরে Save settings অপশন রয়েছে, সেখানে ক্লিক করুন তাহলে আপনার ব্লগের কমেন্ট অপশনে Anonymous অপশনটি যুক্ত হবে।