Nav

Monday, December 14, 2015

যেভাবে Windows এর ডিফল্ট ফন্ট চেঞ্জ করবেন

Windows-7 এ যেভাবে ডিফল্ট ফন্ট চেঞ্জ করার জন্য প্রথমে ডেস্কটপ এ রাইট ক্লিক করে  Personalize এ যেয়ে Windows Color থেকে Advance appearance settings যান, নিচের মত



এখান থেকে ৩ নম্বর অপশনে Icon সিলেক্ট করুন এর পর ৪ নম্বর অপশনে আপনার পছন্দকৃত ফন্ট সিলেক্ট করে ৫ নম্বর অপশনে ফন্টের সাইজ নির্ধারন করুন, নিচের ছবির মত


 

সব শেষ Apply বাটনে ক্লিক করে দেখুন কম্পিউটারের ফন্ট এবং ফন্টের সাইজ পরিবর্তন হয়েছে কিনা । সব শেষ আপনার কম্পিউটারের ফন্ট নিচের মত দেখাবে।



উপরে ডানে লাল মার্ক  করা ছবিতে দেখুন দেখুন আমি ফন্ট হিসেবে MV Boli এবং সাইজ হিসেবে 9 দিয়েছি
আশাকরি উপরের মত করে কাজগুলো করলে আপনার কম্পিউটারের ফন্ট এবং ফন্টের সাইজ পরিবর্তন হবেই।